উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক তারকা ভিকি কৌশলকে এভাবে আগে দেখেছেন?
GQ ম্যাগাজিনের জন্য ফটোশ্যুট করলেন অভিনেতা ভিকি কৌশল। (ছবি সৌজন্য- ইনস্টাগ্রাম)
GQ ম্যাগাজিনের মার্চ মাসের কভারে উঠে আসবেন অভিনেতা। (ছবি সৌজন্য- ইনস্টাগ্রাম)
উরি: দ্যা সার্জিক্যাল স্ট্রইক ছবিতে অভিনয়ের পর ভিকি কৌশল আপাতত জনপ্রিয়তা শিখরে। ছবিটি বক্স অফিসে ২৫০ কোটিরও বেশি ব্যবসা করে ফেলেছে।
উরির আগে মনমর্জিয়া, রাজি সহ একাধিক ছবিতে নজর কেড়েছেন ভিকি।
খুব শীঘ্রই সুজিত সরকারের উদম সিং ছবিতে দেখা যাবে ভিকিকে।