Vidyasagar Setu: ৮ মাস `বন্ধ` বিদ্যাসাগর সেতু! বিকল্প রুট জেনে নিন
অয়ন ঘোষাল: সেতুর উপর উঠলেই অসমান বাউন্স। লাফিয়ে চলে গাড়ি। দীর্ঘ ও লাগাতার ব্যবহারে ক্ষয়ে গেছে এক্সপ্যানশন জয়েন্ট।
চাপ বেড়েছে সেতুকে দু-দিক দিয়ে টেনে রাখা উন্নত মানের ইস্পাত ফাইবারের টেনশন কেবলের উপর। ফলে প্রয়োজন মেরামতি।
মেরামতির জন্য আজ থেকে টানা ৮ মাস বন্ধ বিদ্যাসাগর সেতু। তবে সম্পূর্ণ নয়, আংশিক। ৮ মাস বিদ্য়াসাগর সেতুতে ভারী পণ্যবাহী গাড়ি চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ।
এরজন্য নবান্ন এলাকায় যাতে যানজট না হয়, তাই বিকল্প রুট দিয়ে গাড়ি চলাচলের জন্য বিজ্ঞপ্তি জারি করলেন কলকাতা পুলিসের নগরপাল।
পুলিসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিকল্প রুট হাওড়া থেকে কলকাতার দিকে এবং বিপরীত দিকে (বন্দর এলাকা বাদে) পণ্যবাহী ভারী গাড়ি ডিএলখান রোড হয়ে হসপিটাল রোড, ডাফরিন রোড, মেয়ো রোড, ধর্মতলা আসতে পারবে।
আবার সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে টালা ব্রিজ হয়ে ডানলপ দিয়ে নিবেদিতা সেতু রুট ধরে যাতায়াত করতে পারবে। ওই পথেই ফিরতেও পারবে।
ওদিকে বন্দর এলাকায় যাতায়াতকারী গাড়িগুলি নিবেদিতা সেতু হয়ে শ্যামবাজার মোড় ঘুরে সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে হেস্টিংস মোড় দিয়ে কেপি রোড হয়ে গার্ডেনরিচ বা খিদিরপুর ডক সহ বন্দর এলাকায় যাতায়াত করবে।