আইপিএল থেকে বেঙ্গালুরুর বিদায়, কী বললেন প্রাক্তন মালিক বিজয় মালিয়া
১৪ ম্য়াচে ১১ পয়েন্ট। পয়েন্ট টেবিলে সবার নিচে থেকে আইপিএল অভিযান শেষ করেছে বেঙ্গালুরু। একের পর এক মরশুমে ব্যর্থ। বারবার হতাশ হচ্ছেন বেঙ্গালুরুর সমর্থকরা।
এর আগেও একাধিক ব্যর্থতা দেখেছেন বেঙ্গালুরুর সমর্থকরা। একইভাবে দলের ব্যর্থতা দেখেছেন প্রাক্তন মালিক বিজয় মালিয়া।
এবার আইপিএলে ফের ব্যর্থতা। তাই আর চুপ থাকতে পারলেন না প্রাক্তন মালিক। বিরাট কোহলি অবশ্য ইতিমধ্যে সমর্থকদের কাছে এমন ব্যর্থতার জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন।
বিজয় মালিয়া বললেন, প্রতিবারই বেঙ্গালুরুর লাইন-আপ খুব ভাল থাকে। কিন্তু সেটা খাতায়-কলমে। সান্ত্বনা পুরস্কার পেতে পেতে ক্লান্ত।
Always a great line up but sadly on paper only. Devastated with the wooden spoon. https://t.co/6uYYbXJxVq
— Vijay Mallya (@TheVijayMallya) May 5, 2019
প্রতিবারই হাইভোল্টেজ টিম নিয়ে টুর্নামেন্ট শুরু করে বেঙ্গালুরু। কিন্তু মরশুম শেষে সাফল্য এসে আর ধরা দেয় না। এবারও একই অবস্থা।