Vinesh Phogat: পরিবারের লড়াই তাঁকে লড়াইয়ের বিশ্বমঞ্চে এনেছে
পারিবারিক বন্ধনই শক্তি জোগায় তাঁর মুষ্টিতে। বাবা-মায়ের স্নেহমিশ্রিত শাসন ও স্বপ্নস্পন্দিত লক্ষ্যভেদই তাঁর 'পাঞ্চে' নিয়ে আসে 'কিলার ইন্সটিংক্ট'। সমাজের প্রতিকূলতার সঙ্গে লড়ে তাঁর পরিবার যদি প্রথম থেকে তাঁর পাশে না থাকত, তবে আজ তিনি যা হয়েছেন তা হতে পারতেন না। অন্তত তেমনই মনে করেন কমনওয়েলথ গেমস ও এশিয়ান গেমস চ্যাম্পিয়ন ভীনেশ ফোগত (Vinesh Phogat)।
পরিবার কোথায় এনেছে ভীনেশকে? বিশ্ব ক্রীড়ামঞ্চে, অলিম্পিক্সের আসরে। ভীনেশ ফোগত একজন ভারতীয় মহিলা কুস্তিগীর। বৃহস্পতিবার তিনি টোকিয়োয় নামছেন সুইডেনের সোফিয়া ম্যাটসনের বিরুদ্ধে। সংশ্লিষ্ট মহল বলছে, পদক জয়ের সমস্ত সম্ভাবনা আছে তাঁর। বিগ ইভেন্টের আগে খুব স্বাভাবিক ভাবেই তাই ভীনেশ এখন টুইটারে ট্রেন্ড করছেন।
ভীনেশ ঠিক কী এবং কতটা-- একটা পরিচয়ই তার সবটা বলে দিতে পারে। কিংবদন্তি কুস্তি প্রশিক্ষক Mahavir Singh Phogat তাঁর কাকা! অতএব লড়াই ও সঙ্কল্প, শ্রম ও শৃঙ্খলা ভীনেশের রক্তে।
১৯৯৪ সালে হরিয়ানার ভিওয়ানি জেলায় জন্ম ভীনেশের। বাবা রাজপাল সিং ফোগত, মা প্রেমলতা ফোগত। তাঁর এক ভাই ও বোনও আছে। বিখ্যাত গীতা, ববিতা ও রিতু ফোগত তাঁর খুড়তুতো বোন, যাঁদের বাবা প্রখ্যাত মহাবীর সিং ফোগত।
কেন নিজের কথা, নিজের খেলার কথা, কেরিয়ারের কথা বলতে গেলে ভীনেশ বারবার তাঁর পরিবারের কথা বলেন, তা তাঁর বাবার কথা জানলেই বোঝা যাবে। রাজপাল প্রথম থেকেই নিজের সমস্ত সামর্থ্য ও শক্তি নিয়ে মেয়ের পিছনে থেকেছেন। নিজের সমাজ-স্বজন-প্রতিবেশীর কুঞ্চিত ভুরুর সামনে দিয়েই তিনি মেয়ের স্বপ্নপূরণের শরিক হয়েছেন। মা প্রেমলতাও নীরবে ভীনেশের পাশে থেকেছেন। তাঁর পরিবার এই লড়াইটা একদিন তাঁর জন্যে না লড়লে আজ ভীনেশ কুস্তির মঞ্চে লড়তে পারতেন না হয়তো।
ভীনেশই প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর যিনি কমনওয়েলথ গেমস ও এশিয়ান গেমস-- দুটোতেই সোনা জেতেন। সময়টা ২০১৮ সাল। পরের বছরই আর এক বিরল কৃতিত্বের অধিকারী হন তিনি। তিনিই প্রথম কোনও ভারতীয় ক্রীড়াববিদ যিনি Laureus World Sports Awards-এর জন্য নমিনেশন পেয়েছিলেন!
ব্যর্থতার অন্ধকারও তিনি কম দেখেননি। ২০১৬ সালে Rio Olympics যেমন। তবে ঘুরেও দাঁড়িয়েছেন। ২০১৯ সালেই Nur-Sultan-য়ে ব্রোঞ্জ জিতে তিনি Tokyo Olympics 2020-য়ে কোয়ালিফাই করেন।
নিজের ওয়েট ক্যাটেগরিতে Vinesh এই মুহূর্তে বিশ্বে ১ নম্বর। ফলে এবারে তাঁকে নিয়ে বিপুল আশা দেশবাসীর।