EXPLAINED | Vinod Kambli Health Update: এখন ICU-তে সংকটজনক কাম্বলি, মস্তিষ্কে জমেছে রক্ত! চিকিত্সার বিপুল খরচ আসবে কীভাবে?
সম্প্রতি বারবার খবরে আসছেন নয়ের দশকের ভারতীয় ক্রিকেটের স্টার বিনোদ কাম্বলি। নেটপাড়ায় একাধিক ভিডিয়ো ভাইরাল হয়েছে, দেখা গিয়েছে কাম্বলির শরীরে একেবারে ভেঙে গিয়েছে। চারজনের কাঁধে ভর করে হাঁটতে হচ্ছে তাঁকে। কখনও আবার দেখা গিয়েছে যে, ঠিক ভাবে দাঁড়াতেও পারছেন না তিরি। ফের একবার খবরে কাম্বলি। এই মুহূর্তে সংকটজনক অবস্থায় আইসিইউ-তে ভর্তি তিনি।
গত শনিবারই কাম্বলিকে ভর্তি করা হয়েছে থানের আক্রুতি হাসপাতালে। একাধিক সমস্য়ায় জর্জরিত ৫২ বছরের প্রাক্তন ক্রিকেটার। তাঁর মস্তিষ্কে জমাট বেঁধেছে রক্ত, এরসঙ্গেই জুড়েছে মূত্রনালীর সংক্রমণ অর্থাত্ ইউরিনারি ট্র্য়াকট ইনফেকশন বা ইউটিআই। পাশাপাশি তাঁকে ভোগাচ্ছে হাইপোটেনশন (লো প্রেসার) হাইপোক্যালেমিয়া (রক্তে পটাসিয়ামের মাত্রা কমে যাওয়া)। হাইপোক্যালেমিয়ার ফলে কাম্বলির পেশিতে টান ধরছে এবং তিনি দুর্বল বোধ করছেন। কাম্বলি অতীতে দু'বার হৃদরোগে আক্রান্তও হয়েছিলেন কাম্বলি। ২০১৩ সালে তাঁর দু'টি অস্ত্রোপচারও হয়েছিল।
ডাক্তার বিবেক ত্রিবেদীর টিমের পর্যবেক্ষণে রয়েছেন কাম্বলি। বিবেক ত্রিবেদী জানিয়েছেন, 'শনিবার যখন কাম্বলিকে ভর্তি করা হয়েছি তখন ওঁর জ্বর ও মাথাঘোরা ছাড়াও প্রচণ্ড ব্যথা হচ্ছিল শরীরে। তিনি বসতেও পারছিলেন না, এমনকী হাঁটতেও পারছিলেন না তিনি। ভর্তির সময়েও তিনি তন্দ্রাচ্ছন্নই ছিলেন। তারপর আমরা যাবতীয় পরীক্ষার পর বুঝি যে, তাঁর ইলেক্ট্রোলাইট ভারসাম্যহীনতার সঙ্গেই রয়েছে মূত্রনালীর সংক্রমণ। সোডিয়াম-পটাসিয়াম নীচের দিকে ছিল। রক্তচাপও বেশ কম ছিল। এর ফলে ক্র্যাম্পও ধরে। আমরা এরপর অ্যান্টিবায়োটিক দেওয়া শুরু করি। কাম্বলির ক্রমাগত পর্যবেক্ষণে রয়ছেন এবং অতিরিক্ত কিছু পরীক্ষা মঙ্গলবার করা হবে। এখন কাম্বলি ভালো আছেন। চিকিৎসায় ভালোই সাড়া দিয়েছেন তিনি। আগামী এক-দু'দিনের মধ্যে আমরা তাঁকে আইসিইউ থেকে বার করে আনব। আশা করছি আগামী তিন-চার দিনের মধ্যে আমরা তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেব।'
কাম্বলির ছোটবেলার বন্ধু স্বয়ং সচিন তেন্ডুলকর। সচিনই বন্ধুর পাশে দাঁড়াতে চিকিত্সার সব খরচ দিয়েছিলেন অতীতে। মদের নেশার ছাড়াতে লড়াই করতে হয়েছে তাঁকে। নক্ষত্র ভারতীয় ক্রিকেটারের ১৪ বার রিহ্যাব হয়েছে। বিসিসিআই-এর থেকে মাসিক ৩০ হাজার টাকা পেনশন পান। বলতে গেলে কাম্বলি কার্যত দেউলিয়াই হয়ে গিয়েছেন। এখন প্রশ্ন কাম্বলির চিকিত্সার বিপুল খরচ আসবে কোথা থেকে? আক্রুতি হাসপাতালের ইন-চার্ড এস সিং নিশ্চিত করেছেন যে, আজীবন এই হাসপাতাল বিনা পয়সায় কাম্বলির চিকিত্সা করবে।
কাম্বলি হাসপাতালের বিছানায় শুয়ে বলেছেন, 'আমি এই ডাক্তারদের জন্য়ই বেঁচে আছি।' ডাক্তারদের স্য়র সম্বোধন করে কাম্বলি বলেছেন, 'স্য়র যা বলবেন আমি সেটাই মেনে চলব। মানুষকে আমি অনুপ্রাণিত করব।' কাম্বলি দ্রুত ফিরে আসুক সুস্থ স্বাভাবিক জীবনে। এখন এমনই প্রার্থনা সকলের।
একসময়ে কাম্বলি ছিলেন বোলারদের ত্রাস, রেয়াত করতেন না কাউকে। প্রাণের বন্ধুকে 'লিটল মাস্টার'- এর থেকেও তাঁকে অনেকে বেশি প্রতিভাবান বলে মনে করতেন অনেকে। সচিনের সঙ্গেই কাম্বলির স্কুল পর্যায়ের ক্রিকেটে ৬৬৪ রানের রেকর্ড পার্টনারশিপ রয়েছে। তবে দেশের জার্সিতে মাত্র সাত বছর খেলেই কাম্বলি অন্ধকারে তলিয়ে যান। বেহিসেবি ও অনিয়ন্ত্রিত জীবনই তাঁকে 'ব্যাড বয়' বানিয়ে ফেলে। ১৭ টেস্ট ১০৪ ওডিআই খেলা ক্রিকেটার কিংবদন্তি শেন ওয়ার্নকে এক ওভারে ২২ রানও মেরেছিলেন।