জনপ্রিয় ডাক্তার দেবী শেঠির নামে ভুয়া করোনা পরামর্শ ঘুরছে ফেসবুকে, সাবধান!
আগামী এক বছর এই ২২টি পরামর্শ মেনে চললে করোনাভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। বলছেন জনপ্রিয় হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। এমনই একটি পোস্ট গত কয়েকদিন ধের ফেসবুকে ঘুরছে। কিন্তু সেটি সম্পূর্ণ ভুয়া।
সাামাজিক দূরত্ব বজায়, বিদেশ ভ্রমণ না করা, বেল্ট বা হাতঘড়ি না পরা, নিরামিশ খাবার গ্রহণ সহ একাধিক পরামর্শ লেখা রয়েছে ওই ভুয়া পোস্টে। কিন্তু সেটি আদতে দেবী শেঠির দেওয়া পরামর্শ নয়।
ডাক্তার দেবী প্রসাদ শেঠি ও দেশের দুটি শীর্ষ মেডিকেল ইনস্টিটিউট এই ভুয়া পোস্টের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। তারা এই ধরণের কাজের কঠোর সমালোচনাও করেছেন।
ইন্ডিয়ান মেডিকেল ইনস্টিটিউট, দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতাল ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠির নামে এই ভুয়া পোস্ট গত কয়েকদিন ধরে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ইউজার—রা সেগুলি শেয়ার করছেন ব্যাপক হারে।
ডা. দেবী শেঠি বলেছেন, এই দুর্যোগের সময় মানুষের অসহায়তার সুযোগ নিয়ে এসব ছড়ানো হচ্ছে। দুঃখজনক ঘটনা। আমি কখনওই এই ধরণের কোনও পরামর্শ দিউনি।