Virat Kohli | Anushka Sharma: পুরাণ থেকে খোঁজা, দুই ভাষায় দুই মানে, হিন্দু ধর্মবিশ্বাসেই ছেলেরও নামকরণ বিরুষ্কার!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দ্বিতীয়বারের জন্য বাবা-মা হয়েছেন বিরুষ্কা। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অনুষ্কা। তারকা জুটি ছেলের নাম রেখেছে 'অকায়।'
মেয়ে ভমিকার পর ছেলের নাম চয়নের ক্ষেত্রেও হিন্দু ধর্মবিশ্বাসকে প্রাধান্য দিয়েছে বিরুষ্কা জুটি। ভারতীয় হিন্দু পুরাণ থেকেই বেছে নেওয়া হয়েছে নাম।
তারকা জুটি ছেলের নাম রেখেছে 'অকায়'। সংস্কৃত 'কায়া' শব্দ থেকে যার উৎপত্তি। 'কায়া' মানে আকার। সেক্ষেত্রে 'অকায়' মানে যার কোনও আকার নেই। অর্থাৎ নিরাকার। যা কিনা অসীম।
ওদিকে তুর্কি ভাষায় আবার 'অকায়' মানে 'উজ্জ্বল চাঁদ' বা 'ঝলমলে চাঁদ'।
বিরাট-অনুষ্কা তাঁদের প্রথম সন্তান মেয়ে ভমিকার নাম রেখেছিলেন হিন্দু শাস্ত্রের অন্যতম প্রধান দেবী দুর্গার নামে।
পাশাপাশি 'ভমিকা' নামটি বামদেবের সঙ্গেও সম্পর্ক যুক্ত। বামদেব বলতে দেবী দুর্গার স্বামী শিবকে বোঝায়।
বামদেব হল শিবের সংরক্ষিত দিক। তিনি যে মহাবিশ্বের পাঁচটি দিককে মূর্ত করেছেন, তার মধ্যে একটি। পঞ্চমুখী শিবলিঙ্গে, ডানদিকে বামদেব আবির্ভূত হন।