IND vs WI:মুম্বইয়ে ঝোড়ো ইনিংসের মাঝেই রেকর্ড কিং কোহলির
মুম্বইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নামার আগে নজির গড়ার হাতছানি ছিল বিরাট কোহলির সামনে। আর মাত্র ৬ রান করতে পারলেই ঘরের মাঠে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০০ রানের মাইলস্টোন স্পর্শ করবেন।
ক্যারিবিয়ানদের বিরুদ্ধে চলতি সিরিজে দুরন্ত ফর্মে ভারত অধিনায়ক। প্রথম ম্যাচে অপরাজিত ৯৪ রান করে ভারতকে জয় এনে দিলেও দ্বিতীয় ম্যাচে মাত্র ১৯ রান করেন। আর তৃতীয় টি-টোয়েন্টিতে দুরন্ত অপরাজিত ইনিংস খেলেন বিরাট কোহলি।
বুধবার ওয়াংখেড়েতে ৭টি ছক্কা ও ৪টি চারের সৌজন্যে ২৯ বলে ৭০ রানে অপরাজিত থাকেন বিরাট কোহলি।
প্রথম ভারতীয় হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ঘরের মাঠে ১০০০ রান করার কীর্তি অর্জন করলেন কিং কোহলি।
বিরাট কোহলি বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে ঘরের মাঠে টি-টোয়েন্টিতে ১০০০ রানের মাইলস্টোন স্পর্শ করলেন। নিউ জিল্যান্ডের মার্টিন গাপটিল এবং কলিন মুনরো আগেই এই কীর্তি অর্জন করেছেন।