ICC World Cup 2019: ক্যারিবিয়ানদের বিরুদ্ধে বিশ্বরেকর্ড কিং কোহলির
বৃহস্পতিবার ওল্ড ট্র্যাফোর্ডে ৩৭ রান করতেই মাইলস্টোন স্পর্শ করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
২০ হাজার আন্তর্জাতিক রানের মালিক হলেন বিরাট কোহলি।
দ্রুততম ২০ হাজার আন্তর্জাতিক রানের মালিক হলেন কিং কোহলি।
সচিন তেন্ডুলকর ও ব্রায়ান লারা ২০ হাজার আন্তর্জাতিক রানের মালিক হতে সময় নিয়েছিলেন ৪৫৩ ইনিংস। কোহলি সেখানে ৪১৭ ইনিংসে ২০ হাজার রান করলেন।
বিশ্বের ১২তম এবং তৃতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ২০ হাজার আন্তর্জাতিক রান করলেন কোহলি। এর আগে সচিন তেন্ডুলকর ও রাহুল দ্রাবিড় এই রেকর্ড গড়েন।
বিশ্বকাপেই একদিনের ক্রিকেটে দ্রুততম ১১ হাজার রান করে রেকর্ড বুকে নাম তুলেছেন কোহলি।