কিংবদন্তি ব্র্যাডম্যান-তেন্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন বিরাট কোহলি

Fri, 11 Oct 2019-8:21 pm,

কেরিয়ারের সাত নম্বর ডাবল সেঞ্চুরি করলেন বিরাট কোহলি। আর সেইসঙ্গে ভাঙলেন একাধিক রেকর্ড। পুণেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে কোহলি টপকে গেলেন কিংবদন্তি ডন ব্র্যাডম্যানকে।

টেস্ট অধিনায়ক হিসেবে ৫০তম ম্যাচে নেমে কোহলি ১৫০ রান ছাড়ানো ইনিংস খেললেন এই নিয়ে নবমবার।অধিনায়ক হিসাবে ব্র্যাডম্যান ১৫০ রান ছাড়ানো ইনিংস খেলেছিলেন আটবার।  

৮১ টেস্ট খেলেন ৭ হাজার রানের মাইলফলক ছুঁলেন কোহলি। ব্র্যাডম্যানের আইকনিক ফিগার ৬৯৯৬ রান ছাড়িয়ে গেলেন কোহলি। 

ছয়টি ডাবল সেঞ্চুরির মালিক ছিলেন সচিন তেন্ডুলকর। বিরাট সচিনের সেই রেকর্ড টপকে গেলেন। কোহলি এখনই সাত নম্বর ডাবল সেঞ্চুরির মালিক। 

৫২টি টেস্টে ১২টি ডাবল সেঞ্চুরি করেছিলেন ডন ব্র্যাডম্যান। কুমার সঙ্গকরা ১১টি ও ব্রায়ান লারা ৯টি ডাবল সেঞ্চুরি করেছেন। কোহলির সামনে এবার এই দুজনকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link