সচিন তেন্ডুলকরের সব রেকর্ড ভেঙে দিতে পারেন কে? জানালেন সচিনের সব থেকে বড় ভক্ত
২০০ টেস্ট। ১০০ সেঞ্চুরি। ১৫ হাজারের বেশি টেস্টে রান। এত রেকর্ড একসঙ্গে ভেঙে দেবেন, এমন কেউ আছেন? তাও ভারতীয় ক্রিকেটে! আছেন। সচিন তেন্ডুলকরের এসব রেকর্ড ভেঙে দেওয়ার মতো একজন রয়েছেন। জানালেন মাস্টার ব্লাস্টারের সব থেকে বড় ভক্ত সুধীর গৌতম।
সুধীর গৌতম সম্পর্কে জানেন না, এমন ভারতীয় ক্রিকেট সমর্থক পাওয়া মুশকিল। সচিন তেন্ডুলকর অবসর নেওয়ার পরও সুধীর কিন্তু গায়ে একই রকমভাবে মিস ইউ তেন্ডুলকর লিখে মাঠে আসেন। মাস্টার ব্লাস্টারের প্রতি তাঁর ভালবাস এখনও একইরকম রয়েছে।
সুধীর বলছিলেন, ''১৬ নভেম্বর, ২০১৩ আমার জীবনের সব থেকে কষ্টের দিন। সচিন স্যর ওই দিন টেস্ট খেলে ক্রিকেটকে বিদায় জানাল। সচিন স্যরকে এখনও কতটা মিস করি তা বলে বোঝাতে পারব না।''
সচিনের ৪৬তম জন্মদিনে সুধীর কেক কাটলেন। মুম্বই প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে তিনি বলে গেলেন, সচিনের রেকর্ড কে ভাঙতে পারেন।
৩৭ বছর বয়সী সুধীর বললেন, ''রেকর্ড তো গড়া হয় ভাঙার জন্যই। আমার মনে হয় বিরাট কোহলি সব রেকর্ড ভেঙে দিতে পারে। ও যেভাবে খেলছে তাতে কোনও কিছুই অসম্ভব মনে হচ্ছে না। সচিন স্যরের সব রেকর্ড ভাঙতে পারলে এই মুহূর্তে একমাত্র কোহলিই পারবে।''