লাইনে দাঁড়িয়ে ভোটদান করলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি
লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় ভোটদান করলেন বিরাট কোহলি। আঙুলে কালি লাগানো ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ভোটদানের আর্জি জানালেন ভারতীয় অধিনায়ক।
রবিবার সকালে গুরুগ্রামে নিজের কেন্দ্রে ভোটদান করলে বিরাট। পিনক্রেস্ট স্কুলে বিরাট আর পাঁচজনের মতো লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন।
আঙুলে কালির ছাপ নিয়ে ছবি পোস্ট করে বিরাট লিখলেন, ভোট দেওয়াটা আপনার অধিকার। দেশ গড়তে এটা আপনার দায়িত্বও। ভোট দিন।
২৯ এপ্রিল চতুর্থ দফায় মুম্বই থেকে ভোটদানের কথা ছিল বিরাটের। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন প্রসেসে আবেদন করতে পারেননি। ফলে ভোটার তালিকায় তাঁর নাম ওঠেনি। এর পরই তিনি নিজের পুরনো ভোট কেন্দ্র গুরুগ্রাম থেকে ভোটদান করার সিদ্ধান্ত নেন।
বিরাট কোহলি ভোটদান কেন্দ্রে আসার পর তাঁকে ঘিরে ভিড় বাড়তে থাকে। অনেকেই ফুলের স্তবক নিয়ে বিরাটকে আপ্য়ায়ণ করেন। চলে সেলফি-পর্ব।