খালি গায়ে মাঠে ঢুকে পড়লেন ভক্ত, কাঁধে হাত রেখে স্বপ্নপূরণ করে দিলেন কোহলি
ক্রিকেট মাঠের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠে গেল। ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচ চলাকালীন ইন্দৌরের হোলকার স্টেডিয়ামে ঢুকে পড়লেন বিরাট কোহলির এক ভক্ত। খালি গায়ে মাঠে ঢুকে ছোটাছুটি শুরু করে দিলেন তিনি।
সারা শরীরে বিরাট কোহলি, ভিকে, ভিকে ১৮ লেখা ছিল সেই ভক্তের। কোহলির সেই ভক্তের নাম সুরজ বিষ্ট। ২২ বছর বয়সী এই যুবক আপাতত পুলিসের হেফাজতে রয়েছেন।
কোহলির সঙ্গে একবার দেখা করার উদ্দেশে তিনি মাঠে প্রবেশ করেছিলেন বলে জানিয়েছেন। নিরাপত্তারক্ষীরা অবশ্য তাঁকে প্রায় সঙ্গে সঙ্গে ধরে ফেলেন। এর পর এগিয়ে আসেন কোহলি। ভক্তের কাঁধে হাত রেখে তাঁর স্বপ্নপূরণ করে দেন।
নিরাপত্তারক্ষীদের কোহলি অনুরোধ করেন, যাতে সুরজকে কোনওভাবেই মারধর করা না হয়! এর পর কোহলি ভক্তের কাঁধে হাত রেখে তাঁর সঙ্গে কথাও বলেন। ভক্তের প্রতি কোহলির এমন ব্যবহার দেখে আপ্লুত নেটিজেনরা।
আন্তর্জাতিক ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকেও দেখা যায় এভাবেই। তাঁর টানে মাঠে ভক্তরা ঢুকে পড়েছেন একাধিকবার। বারবার রোনাল্ডাে এগিয়ে গিয়ে নিরাপত্তারক্ষীদের হাত থেকে ভক্তদের রক্ষা করেছেন রোনাল্ডো। একইরকম উদ্যোগ নিতে দেখা গেল এবার কোহলিকে। ভক্তের সামান্য ভুল তিনি নিজগুণে ক্ষমা করে দিলেন। তার পর ভক্তের আবদারও পূরণ করে দিলেন।