পরিসংখ্যান বলছে, একটানা তিনটি বিশ্বকাপ সেমিফাইনালে ব্যর্থ বিরাট কোহলি
এই মুহূর্তে তিনি বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান। কিন্তু জানেন কি, এই নিয়ে পর পর তিনটি বিশ্বকাপ সেমিফাইনালে ব্যর্থ বিরাট কোহলি! হ্যাঁ, রেকর্ড বলছে এমনই।
টানা পাঁচ ম্যাচে হাফ সেঞ্চুরি করে রেকর্ড গড়েছিলেন বিরাট। কিন্তু সেমিফাইনালের রিজার্ভ ডে-তে এসে রান পেলেন না কিং কোহলি।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে ভারতীয় দলের রান যখন মাত্র পাঁচ তখনই কোহলি ব্যক্তিগত এক রানে আউট হলেন।
মোহালিতে ২০১১ বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে কোহলি করেছিলেন মাত্র ৯ রান।
সিডনিতে ২০১৫ বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোহলি মাত্র এক রান করে আউট হয়েছিলেন। তিনটি বিশ্বকাপের সেমিফাইনালে কোহলির সব মিলিয়ে রান ১১।