সৌরভ গাঙ্গুলির মতো একই অভিযোগ এবার বিরাট কোহলির বিরুদ্ধে, সমস্যায় ভারতীয় অধিনায়ক
সৌরভ গাঙ্গুলির মতো এবার একই অভিযোগ বিরাট কোহলির বিরুদ্ধে। স্বার্থের সঙ্ঘাতের জন্য বিসিসিআই-এর স্ক্যানার-এ এবার ভারতীয় অধিনায়ক।
বিসিসিআই-এর এথিক্স অফিসার ডিকে জৈনকে একটি মেল করেছেন সঞ্জীব গুপ্তা। সেখানে তিনি প্রশ্ন করেছেন, একইসঙ্গে দুটি পোস্টে রয়েছেন কোহলি। যা কি না সুপ্রিম কোর্ট দ্বারা নিযুক্ত লোধা কমিটির নিয়মবিরোধী।
VIRAT KOHLI SPORTS LLP company ও CORNERSTONE VENTURE PARTNERS LLP দুটি সংস্থার কর্ণধার কোহলি। যদিও দুটি সংস্থাতেই কোহলি ছাড়াও দুজন কর্ণধার রয়েছেন। আর এই দুটি সংস্থা নিয়েই যত গণ্ডগোল।
ওই দুটি সংস্থার কর্ণদার হিসাবে থাকায় কোহলি বোর্ডের নতুন সংবিধানের 38(4)(a) ও 38(4)( o ) নিয়ম লঙ্ঘন করেছেন বলে অভিযোগ উঠেছে।
এর আগে একসঙ্গে অনেকগুলি পদের দায়িত্ব সামলানোয় সৌরভ গাঙ্গুলির বিরুদ্ধ স্বার্থের সঙ্ঘাতের অভিযোগ উঠেছিল। এবার কোহলি। যদিও ভারতীয় অধিনায়ক এখনও এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি।