প্রজাতন্ত্র দিবসে জয়, কোহলিরা আজান্তেই করে ফেললেন বড় রেকর্ড
বছরের শুরু থেকেই যেন দুরন্ত ছন্দে ছুটছে বিরাট কোহলির ভারত। অস্ট্রেলিয়ায় টেস্ট ও একদিনের সিরিজ জয়ের পর এবার নিউজিল্যান্ডেও কতৃত্ব বজায় রাখল ভারতীয় দল।
মাউন্ট মাউনগানুইতে জিতে একদিনের সিরিজে ২-০ তে এগিয়ে ভারত। সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে নিউজিল্যান্ডকে ৯০ রানে হারিয়েছেন কোহলিরা। কুলদীপ যাদব পেয়েছেন চারটি উইকেট।
দ্বিতীয় একদিনের ম্যাচে জয় এসেছে প্রজাতন্ত্র দিবসে। আর এটাই কোহলিদের বড় রেকর্ড। এর আগে কোনও ভারতীয় দল প্রজাতন্ত্র দিবসে একদিনের ম্যাচ জেতেনি।
এর আগে ২৬ জানুয়ারি ভারতীয় দল খেলেছে তিনটি ম্যাচ। যার মধ্যে দুটিতে হেরেছে ভারত। আর একটি ম্যাচের কোনও ফলাফল হয়নি।
১৯৮৬ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার কাছে ২৬ জানুয়ারি একদিনের ম্যাচে হেরেছিল ভারত। এর পর ২০০০ সালে ফের ২৬ জানুয়ারি অস্ট্রেলিয়ার কাছে হার। ২০১৫-র ২৬ জানুয়ারি সিডনিতে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ বৃষ্টির জন্য বাতিল হয়।
এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৬ জানুয়ারি একদিনের ম্যাচ জিতে অনন্য রেকর্ড গড়ল বিরাট কোহলির ভারত।