ICC World Cup 2019 : রাজপরিবারের মাঝে...! রানির সঙ্গে দেখা হল বিরাট কোহলির
বিরাট কোহলি ও বিশ্বকাপে অংশগ্রহণকারী বাকি নয় দলের অধিনায়কদের সঙ্গে দেখা করলেন ব্রিটেনের রানি এলিজাবেথ ২।
যুবরাজ হ্যারির সঙ্গেও দেখা হল কোহলিদের। বুধবার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান শেষ হওয়ার পরই কোহলিদের সঙ্গে দেখা হয় রানির।
বাকিংহাম প্যালেস-এর সামনে দ্য মল-এ অনুষ্ঠিত হয়েছিল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান।
বিরাট কোহলির সঙ্গে রানি এলিজাবেথ-এর দেখা হওয়ার কথা রাজপরিবারের পক্ষ থেকে টুইট করেও জানানো হয়।
বাকিংহাম প্যালেস-এর বাগানে একটি পার্টিতে রানির সঙ্গে নৈশভোজের অনুষ্ঠানেও হাজির ছিলেন কোহলি, ইয়ন মরগ্যানরা।