IPL 2020: মাত্র ১০ রান দূরে... প্রথম ভারতীয় হিসেবে বিরাট রেকর্ডের দোড়গোড়ায় কিং কোহলি

Mon, 05 Oct 2020-3:15 pm,

অফ ফর্মে থাকা বিরাট কোহলি রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ফর্মে ফিরেছেন। ৫৩ বলে অপরাজিত ৭২ রানের ইনিংস খেলেছেন আরসিবি অধিনায়ক।

 

 আজ দুবাইয়ে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আর মাত্র ১০ রান করতে পারলেই প্রথম ভারতীয় হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে মাইলস্টোন স্পর্শ করবেন বিরাট কোহলি।

সব ধরণের টি-টোয়েন্টি ক্রিকেটে ২৮৫ ম্যাচে ৮৮৯০ রান করেছেন বিরাট কোহলি। আজ ১০ রান করলেই টি-টোয়েন্টি ক্রিকেটে ৯০০০ রানের মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন কিং কোহলি।

 

 টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি রানের মালিক ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইল। ৪০৪ ম্যাচে তাঁর সংগ্রহ  ১৩২৯৬ রান।  তালিকায় দু নম্বরে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজেরই কায়রন পোলার্ড। তিনি ৫১৭ ম্যাচে করেছেন ১০৩৭০ রান।

 

টি-টোয়েন্টি ক্রিকেটে ৯০০০ রানের ক্লাবে আগেই পৌঁছে গিয়েছেন শোয়েব মালিক, ব্রেন্ডন ম্যাকালাম, ডেভিড ওয়ার্নার এবং অ্যারোন ফিঞ্চ। বিরাট আজ দশ রান করলেই পঞ্চাম ব্যক্তি হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৯০০০ রানের এলিট ক্লাবে পৌঁছে যাবেন।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link