``...বিরাট কোহলির অবসর নেওয়া উচিত``, নজিরবিহীন আক্রমণ জনসনের

Suman Majumder Wed, 26 Dec 2018-8:40 pm,

২০১৪-১৫ মরশুম থেকে দুজনের মধ্যে তিক্ত সম্পর্ক। যা কিনা এখনও চলছে। তবে বেশিরভাগ সময়ই বোমা, গুলি উড়ে আসে মিচেল জনসনের দিকে। বিরাট কোহলি তাঁকে ফিরিয়ে দন মাঠের পারফরম্যান্সে। 

২০১৪-১৫ মরশুমেও শুরু করেছিলেন জনসন। ম্যাচের ৮৩তম ওভারে আচমকা বল ছুঁড়ে মারেন বিরাটকে। কোহলি হজম করে নেওয়ার পাত্র নন। যদিও জনসন তড়িঘড়ি ক্ষমা চেয়েছিলেন। কিন্তু ঘটনাটা সেখানেই শেষ হয়নি। 

ভারতীয় দল এবার অস্ট্রেলিয়া সফরে যাওয়া ইস্তক জনসন একে পর এক অস্ত্র নিক্ষেপ করে চলেছেন। সবটাই মুখে মুখে। মৌখিক অস্ত্রে বধ করতে চাইছেন বিরাটকে। তবে এখনও নিজের উদ্দেশে সফল হননি প্রাক্তন পেসার। 

এবার জনসন যেভাবে কোহলিকে আক্রমণ করলেন তা নজিরবিহীন। আন্তর্জাতিক ক্রিকেটে এমনভাবে আক্রমণ এর আগে খুব কমই দেখা দিয়েছে। জনসন সরাসরি কোহলিকে চ্যালেঞ্জ দিয়ে বসলেন। আর সেটা দিতে গিয়ে তিনি কোহলির অবসর নিয়েও প্রশ্ন তুললেন। 

টুইটারে জনসন মেলবোর্নের উইকেট নিয়ে লিখেছিলেন। তাঁর মতে, একেবারে পাটা উইকেট রয়েছে মেলবোর্নে। ফলে এমন উইকেটে ব্যাটসম্যানদের রান পাওয়া উচিত। তাঁর কাছএ মেলবোর্নের পিচ 'রোড ট্র্যাক'।

তাঁর এরকম টুইট দেওয়ার পরই এক ভারতীয় সমর্থক লিখলেন, ''তা হলে আপনি এখন থেকেই অজুহাত দেওয়া শুরু করলেন! এটা বুঝতে পেরে যে বিরাট কোহলি আবার একখানা সেঞ্চুরি করবে।'' তারই উত্তরে জনসন লিখলেন, কোনও অজুহাত দিচ্ছি না। এমন উইকেটে বিরাট কোহলি সেঞ্চুরি করতে না পারলে এবার ওর অবসর নিয়ে ফেলা উচিত।'' তাঁর এমন বক্তব্যের পর থেকে সরব হয়েছে ভারতীয় সমর্থকরা। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link