হঠাত্ অবসরের কথা বিরাট কোহলির মুখে, জানালেন ক্রিকেট ছাড়লে কী করবেন!
বিশ্বজুড়ে এত টি-২০ লিগ! ক্রিকেটাররা অবসরের পরও খেলা ছাড়ছেন কোথায়! এবি ডিভিলিয়ার্স, ব্রেন্ডন ম্যাকুলামের মতো বিশ্ব ক্রিকেটের তারকারা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পরও টি-২০ লিগে খেলা চালিয়ে যাচ্ছেন। বিরাট কোহলিও কি এমনটাই করবেন! আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর তিনিও কি কোনও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন!
কোহলিকে হঠাত্ই এমন প্রশ্নের মুখোমুখি হতে হল। ভারতীয় অধিনায়ক জানালেন, অবসর পরবর্তী পরিকল্পনার কথা। আসলে তিনি কিংবদন্তি। সচিন তেণ্ডুলকরের মতো। তাই এক্ষেত্রে তিনি সচিনের পদাঙ্ক অনুসরণ করবেন।
অস্ট্রেলিয়ারর একদিনের সিরিজে নামার আগে সাংবাদিক সম্মেলনে বসেছিলেন বিরাট। সেখানে এক অজি সাংবাদিক তাঁকে জিজ্ঞাসা করেন, ''আপনি কি কখনও বিগ ব্যাশে খেলার কথা ভাবেন? আপনার অবসর পরবর্তী সময়? যদি বিসিসিআই ভারতীয় ক্রিকেটারদের বিগ ব্যাশে খেলার সুযোগ দেয়, তা হলে আপনি খেলবেন ?''
বিরাট কোহলি উত্তর দিলেন, ''ভবিষ্যতে কী হবে এখন বলা সম্ভব নয়। তবে এটুকু বলতে পারি, আমি যত বেশি সম্ভব ক্রিকেট খেলতে চাই। যাতে অবসরের পর আমার মধ্যে আর ক্রিকেট অবশিষ্ট না থাকে।''
বিরাট কোহলি আরও বলেন, ''অবসরের পর আর আমি ক্রিকেট খেলব না। কোনওভাবে কোনও টুর্নামেন্টেই নয়। কেরিয়ারে দাড়ি টানার পর আর নয়।''
অবসর পরবর্তী জীবনে তিনি কি কোনওভাবেই ক্রিকেটে থাকবেন না? ক্রিকেটার হিসাবে না হয় না-ই থাকলেন! অন্য কোনও ভূমিকায়? সেই প্রশ্নের উত্তর অবশ্য অধরাই থাকল।