EXPLAINED | Virat Kohli’s Social Media Post: `কখনও ফিটই করিনি, জোর করে আমাদের...`! কোহলির বিস্ফোরক বিবৃতিতে শুরু তুমুল জল্পনা

Thu, 21 Nov 2024-3:27 pm,

রাত পোহালেই প্রতীক্ষার অবসান। অজিভূমে অ্যাসিড টেস্ট ভারতের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফ্ল্যাগশিপ ৫ ম্যাচের টেস্ট সিরিজের বোধনে প্য়াট কামিন্স ও জসপ্রীত বুমরা। ২২ নভেম্বর থেকে পারথে শুভারম্ভ ইন্দো-অজি মহাযুদ্ধের। ১৯৯১-৯২ সালের পর এই প্রথম বর্ডার-গাভাসকর ট্রফিতে পাঁচ টেস্টের সিরিজ (BGT)। 

 

পারথ টেস্টের আগে খবরের শিরোনামে শুধুই বিরাট কোহলি । তবে এবার কোহলি নেটপাড়ায় এমন এক পোস্ট দিলেন  তার শুরুর কয়েক'টি লাইন পড়েই, অনুরাগীদের মনে ঝড় উঠে যায়, অনেকে পুরো পোস্ট না পড়েই, নিজেদের মতো করে ভাবনা চিন্তা শুরু করে দেন। কারোর মনে হয় কোহলি সম্ভবত অবসরের ঘোষণা করে দিলেন, কেউ বা ভাবলেন যে, এআর রহমানের মতো তিনি বিবাহ বিচ্ছেদের পথে হাঁটলেন! 

কোহলি লিখেছেন, 'পিছনে ফিরে তাকালে বুঝতে পারি, আমরা সবসময় একটু আলাদাই ছিলাম। আমরা কখনই কোনও বাক্সে ফিট করিনি। তারা আমাদের ঢোকানোর চেষ্টা করেছে। দু'জন মিসফিট, যারা শুধু ক্লিক করেছে। বছরের পর বছর আমাদের পরিবর্তন হয়েছে। কিন্তু সবসময় আমাদের মতো করে কাজ করেছি। কেউ কেউ আমাদের পাগল বলেছে। কেউ বুঝতে পারেনি। সত্যি বলতে আমরা পাত্তা দিইনি। আমরা আসলে কে তা খুঁজে বের করতে ব্যস্ত ছিলাম। দশ বছরের উত্থান-পতন, এমনকী মহামারীও আমাদের টলাতে পারেনি। যদি কিছু থাকে, আমাদের মনে করিয়ে দেয় যে, আলাদা হওয়াই আমাদের শক্তি। দশ বছর এভাবেই আমরা Wrogn পথে করলান, এখানেই Wrogn হওয়ারই কথা। আগামী ১০ বছর পুরুষদের জন্য় সঠিক জিনিসই করবে Wrogn।' ঘটনাচক্রে কোহলি তাঁর সঙ্গে নিজের ব্র্য়ান্ড Wrogn এর দশম বার্ষির্কী উপলক্ষে এই পোস্ট করেছিলেন।

এই সিরিজে অনেকেরই চিন্তা কোহলির ফর্ম নিয়ে। কোহলি সম্প্রতি বেঙ্গালুরুতে, নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে তিনে ব্যাট করেছেন। সেখানে  প্রথম ইনিংসে শূন্য রানে আউট হয়েছিলেন। পরে দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত ৭০ রান করেছিলেন। তিনে ব্যাট করে কোহলি ৮ ইনিংসে ২৩.৮৫-এর গড়ে ১৬৭ রান করেছেন। রয়েছে একটি ফিফটি। সম্প্রতি কোহলি তিনে নেমে খারাপ সময়ের ভিতর দিয়েই গিয়েছেন। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচে মাত্র ৯৩  রান করেছিলেন তিনি! যার মধ্যে ৭০ এসেছে এক ইনিংসেই। 

বিরাটের কিন্তু অস্ট্রেলিয়ায় আগুন জ্বালানো ধাতে আছে। ৫৪-র গড়ে তিনি ১৩৫২ রান করেছেন টেস্টে। ৬টি সেঞ্চুরি ও ৪টি হাফ-সেঞ্চুরি করেছেন। দেখা যাক এবার তিনি কী করেন! তাঁর দিকেই সকলের চোখ।  

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link