Two Vande Bharat Expresses: অন্ধকারে জোড়া বিপদ! দু`টি ভিন্ন রুটের `বন্দে ভারতে` ঘটে যেতে পারত বড় ধরনের দুর্ঘটনা...
লোকো পাইলটের তৎপরতায় দুর্ঘটনার হাত থেকে বাঁচল বিশাখাপত্তনম-দুর্গ বন্দে ভারত এক্সপ্রেস।
রেল ট্র্যাকে বড় পাথর! ট্র্যাকে কোথা থেকে এল পাথর! ওই বড় পাথরের সঙ্গে রেলের চাকার সংঘর্ষ হলে ঘটে যেতে পারত বড় মাপের দুর্ঘটনা।
নুয়াপাড়া রোড রেলওয়ে স্টেশনে এই ঘটনাটা ঘটেছে। যা মর্মান্তিক দুর্ঘটনাস্থল হিসেবে চিহ্নিত হয়ে যেতে পারত।
ট্রেন বিশাখাপত্তনম থেকে দুর্গ যাচ্ছিল। সেই পথেই পড়ে এই নুয়াপাড়া।
রাত তখন ১০টা। সহসা দেখা গেল রেলপথের বাঁ ট্র্যাকে একটা বড় পাথর পড়ে আছে! লেভেল ক্রসিং থেকে মাত্র ১০০ মিটার দূরে!
লোকো পাইলটের উপস্থিতবুদ্ধির জেরে বড় ধরনের দুর্ঘটনা থেকে বাঁচল ট্রেন। এখন খতিয়ে দেখা হচ্ছে, কাজটি কার? এটাকে সাবোতাজ বলেই মনে করা হচ্ছে।
অন্য একটি ঘটনায় আর একটি দুর্ঘটনা থেকে বাঁচে অন্য একটি রুটের বন্দে ভারত। চলেশ্বরের কাছে এক প্রাণীর সঙ্গে ধাক্কা লাগতে-লাগতে বেঁচে গেল বন্দে ভারত। ট্রেনটি বারাণসী থেকে আগ্রা যাচ্ছিল। তখন বেশ রাত। ট্রেনটি ঝাঁকুনি দিয়ে গতি কমাতেই সন্ত্রস্ত হয়ে পড়েন যাত্রীরা।