রাজত্ব টলমল! জীবনে এত খারাপ দিন আগে দেখেননি ভারতীয় বিশ্বচ্যাম্পিয়ন আনন্দ
দাবির বিশ্বে তিনি ভারতকে তুলে ধরেছিলেন অন্য উচ্চতায়। কিন্তু এবার কি ভারতীয় বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দের রাজত্ব টলমল?
টানা আটটি ম্যাচে হারলেন আনন্দ। লিজেন্ডস চেজ অনলাইনে নবম রাউন্ডেও হারলেন ভারতীয় কিংবদন্তি। এবার হারলেন ইউক্রেনের ভ্যাসেল ইভানচুকের কাছে।
দেড় লাখ ডলার পুরস্কারমূল্য ছিল এই টুর্নামেন্টের। নটির মধ্যে আটটি গেম হারলেন আনন্দ। তিনি টুর্নামেন্ট শেষ করলেন সবার শেষে থেকে।
বরিস গেলফাদের বিরু্দ্ধে একমাত্র জয় পেয়েছিলেন আনন্দ। অন্যদিকে টানা নয় গেম জিতে টুর্নামেন্ট শেষ করলেন ম্যাগনাস কার্লসেন। শেষ গেমে ভ্লাদিমির ক্রামনিককে হারালেন তিনি।
জীবনে এত খারাপ সময় এর আগে আসেনি আনন্দের। প্রশ্ন উঠছে তা হলে কি বিশ্ব দাবায় আনন্দের দাপট এবার শেষ হতে চলেছে!