Marriage Horoscope 2025: মঙ্গল-বৃহস্পতি-শনিরও বিশেষ প্রভাব, ২০২৫-এ বিয়ে এই ৩ রাশির জাতকদের জন্য খুবই শুভ!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: অনেকদিন ধরে জীবনসঙ্গীকে খুঁজে চলেছেন? বিয়ের পিঁড়িতে বসবেন ভাবছেন? তাহলে সাতপাক ঘোরার আগে অতি অবশ্যই জেনে নিন, নতুন বছরে বিয়ে কোন কোন রাশির জন্য খুব-ই শুভ হতে চলেছে!
২০২৫ সাল বৃষ রাশির জাতকদের জন্য বিয়ের জন্য খুবই ভালো। বৃষ রাশির জাতকদের উপর শনি ও বৃহস্পতির বিশেষ প্রভাব থাকবে। এর প্রভাবে বিয়ের জন্য কাঙ্ক্ষিত জীবনসঙ্গী পাওয়ার ইচ্ছা পূরণ হবে। মিলতে পারে রাজযোটক!
নতুন বছর কন্যা রাশির জাতকদের জীবনে প্রেমের সম্পর্কে স্থিতিশীলতা আনবে। বিয়ের জন্য বছরের প্রথম ভাগ ভালো। নতুন সম্পর্ক শুরু হবে। সম্পর্কে ভুল বোঝাবুঝি দূর হবে। সম্পর্ক মজবুত হবে।
২০২৫ বৃশ্চিক রাশির জাতকদের জন্যও বিয়ের জন্য খুব শুভ। তবে বিয়ে করতে হবে ২০২৫-এর প্রথমদিকে। কারণ মাঝামাঝি পর্যন্ত সময়টি বৃশ্চিক রাশিক জাতকদের জন্য ইতিবাচক হবে।
ধনু রাশির জাতকদের জন্যও ২০২৫ বিয়ের ক্ষেত্রে শুভ। মঙ্গল-বৃহস্পতির প্রভাবে, যারা দীর্ঘদিন ধরে বিয়ে নিয়ে দোটানায় ভুগছিলেন, তাঁরা সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। জীবনে স্থিতিশীলতা আসবে।