গ্রাহক টানতে আরও সস্তা পোস্টপেড প্ল্যান আনল Vodafone!
কিছুদিন আগেই পোস্টপেডে ৩৯৯ টাকা থেকে ২,৯৯৯ টাকা পর্যন্ত প্ল্যানগুলিকে ঢেলে সাজিয়েছিল ভোডাফোন। এবার সস্তার প্ল্যানে গ্রাহকদের বেশি সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিল সংস্থা। জিওকে টেক্কা দিতেই বাজারে এই প্ল্যান লঞ্চ করেছে ভোডাফোন।
এই পোস্টপেড প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং-এর সঙ্গেই এখন আরও বেশি হাইস্পিড 4G ডেটা পাবেন গ্রাহকরা। এই প্ল্যানে গ্রাহকরা মাসে ২০ জিবি 4G ডেটা পাবেন।
এই পোস্টপেড প্ল্যানে দুর্দান্ত ভয়েস কলিং ও হাইস্পিড ডেটা সুবিধার সঙ্গেই Amazon ও Netflix-এর সাবস্ক্রিপশানের আকর্ষনীয় অফার দিচ্ছে ভোডাফোন।
ভোডাফোনের Red সিরিজের সব থেকে কম দামের পোস্টপেড প্ল্যান এটি। প্ল্যানটির মাসিক রেন্টাল ২৯৯ টাকা।
শুধুমাত্র My Vodafone অ্যাপ থেকেই এই প্ল্যান অ্যাকটিভ করা যাবে। এই প্ল্যান অ্যাকটিভ করতে অ্যাপ এর মধ্যে Packs and Plans > Browse other plans এ গিয়ে ২৯৯ টাকার প্ল্যানটি সিলেক্ট করতে হবে।
ভোডাফোনের এই ২৯৯ টাকার প্ল্যানে ডেটা ক্যারি ফরোয়ার্ডের সুবিধা পাবেন গ্রাহকরা। তবে সর্বাধিক ৫০ জিবি পর্যন্ত ডেটা ক্যারি ফরোয়ার্ড করা যাবে।