Vogueএর কভারে Greta Thunberg,জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী করলেন ফ্যাশন ইন্ডাস্ট্রিকে

Tue, 10 Aug 2021-5:09 pm,

নিজস্ব প্রতিবেদন: Vogue Scandinavia ম্য়াগাজিনের প্রথম কভার গার্ল হলেন ১৮ বছর বয়সী জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ (Greta Thunberg)। 

 কোনও এক জঙ্গলে শ্যুট করা হয়েছে কভার ছবি সহ আরো বেশ কয়েকটি ছবি। জঙ্গলের মধ্যে হেঁটে চলেছেন গ্রেটা। 

কভারে দেখা গেছে, থুনবার্গ একটি বনের মধ্যে একটি ঘোড়াকে আদর করছেন। তার পরনে ছিল একটি লম্বা কোট।

এই ম্যাগাজিনের এক সাক্ষাৎকারে গ্রেটা থুনবার্গ জলবায়ু পরিবর্তন বিষয়ে  ফ্যাশন শিল্পের কড়া নিন্দা করেছেন। এমনকি জলবায়ু পরিবর্তনের জন্য সরাসরি দায়ী করেছেন ফ্য়াশন জগতকে। 

 

দূষণে ছড়ানোর নিরিখে ফ্যাশন বিশ্বের দ্বিতীয় শিল্প । বিশ্বব্যাপী এই শিল্প ২০ শতাংশ জলদূষণ করে থাকে। এমনটাই মত গ্রেটার।

তিনি বলেন, ফ্যাশন ব্র্যান্ডগুলোকে তাদের পোশাকের পরিবেশগত যে প্রভাব রয়েছে তার দায়ভার নিতে হবে। যেভাবে সবাই নিজের পোশাককে টেকসই বলে সেরকমই সেগুলি যেন পরিবেশ বান্ধবও হয়।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link