Sahid Diwas: কলকাতায় চিনা ভাষায় দেওয়াল লিখন! ২১ জুলাইয়ের প্রচার চমক
দেবারতি ঘোষ: আর মাত্র ৩ দিনের অপেক্ষা। শেষবেলায় ২১ জুলাইয়ের শহিদ সমাবেশের প্রচার চমক। কলকাতায় চিনা ভাষায় দেওয়াল লিখন! কোথায়? ট্যাংরায়।
২০২০ আর ২০২১। করোনা সংক্রমণের কারণে ধর্মতলায় প্রকাশ্যে শহিদ সমাবেশ হয়নি তৃণমূলের।
পরপর ২ বছর ২১ জুলাই দলের কর্মী-সমর্থকের উদ্দেশ্যে ভার্চুয়ালি বক্তৃতা দিয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এবছর ২১ জুলাই ফের শহিদ সমাবেশ অনুষ্ঠিত চলেছে ধর্মতলায়। রাজ্য়জুড়ে প্রচার চলছে জোরকদমে।
ভিন রাজ্যেও যখন জায়ান্ট স্ক্রিনে একুশের জুলাইয়ের সমাবেশ দেখানোর ব্যবস্থা করা হচ্ছে, তখন কলকাতার ট্যাংরায় চিনা ভাষায় দেওয়াল লিখলেন তৃণমূলকর্মীরা।
এদিকে রাজ্যে ফের বাড়ছে কোভিড। ১ জুলাইয়ের সভার 'ভার্চুয়াল' করার দাবিতে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে হাইকোর্টে। মামলাকারীর দাবি, যদি একান্ত ভার্চুয়াল করা না যায়, সেক্ষেত্রে অন্তত বিধি মেনে সভার করার নির্দেশ দেওয়া হোক।