সোমবার থেকে আরও মহার্ঘ তাজ দর্শন
আরও দামি হয়ে গেল তাজ দর্শন। সোমবার থেকে তাজমহল দেখার জন্য দিতে হবে অতিরিক্ত ২০০ টাকা।
আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া জানিয়ে দিয়েছে সোমবার থেকে তাজমহল দেখার জন্য ভারতীয়দের দিতে হবে ২৫০ টাকা। সতের শতকের ওই সৌধ দেখতে এখন থেকে বিদেশিদের দিতে হবে ১৩০০ টাকা।
সার্ক তালিকাভূক্ত দেশগুলির নাগরিকদের কাটতে হবে ৭৪০ টাকার টিকিট। আগে দাম ছিল ৫৪০ টাকা।
কেন টিকিটের এই দাম বৃদ্ধি? এএসআইয়ের দাবি টিকিটের দাম বাড়ানোর ফলে তাজ মহলে দর্শনার্থীদের চাপ কমবে।
এএসআইয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, যারা ৫০ টাকার টিকিট কাটবেন তাদের চত্ত্বরে ঢুকতে দেওয়া হলেও তাজ মহলের কাছাকাছি যেতে দেওয়া হবে না।