করোনা নিয়ে বিস্ফোরণ কণিকার, কী বললেন বলিউডের জনপ্রিয় গায়িকা
লন্ডন থেকে মুম্বই এরপর লখনউ, ভারতে ফেরার কয়েকদিনের মধ্যেই কোভিড ১৯-এর উপসর্গ দেখা যায় কণিকা কাপুরের শরীরে
কণিকা কাপুরের রিপোর্ট পজিটিভ আসতেই জোর শোরগোল শুরু হয়ে যায় গোটা দেশ জুড়ে। বিদেশ থেকে ফেরার পরও কণিকা কেন অসুস্থতা লুকোলেন, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে
করোনা মুক্তি হয়ে এবার মুখ খুললেন কণিকা কাপুর। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পরও কোয়ারেন্টাইনে ছিলেন কণিকা। কোয়ারেন্টাইনে থাকার সময় শেষ হওয়ার পর এবার মুখ খুললেন কণিকা
তিনি বলেন, এতদিন চুপ করে ছিলেন বলে এই নয় যে তাঁর বলার কিছু নেই। তাঁর সম্পর্কে বিভিন্ন ধরনের গুজব ছড়িয়েছে। যার ফলে অনেকেই তাঁকে ভুল বুঝতে শুরু করেন বলেও জানান কণিকা। তাই সুস্থ হওয়ার পর এবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে বিষয়টি নিয়ে মুখ খোলেন বলিউডের এই জনপ্রিয় গায়িকা
তিনি জানান, ১০ মার্চ তিনি যখন লন্ডন থেকে মুম্বইতে পেরেন, সেই সময় আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর শারীরিক পরীক্ষা হয়। সেখানে তাঁর কোনও শারীরিক অসুবিধা নজরে আসেনি। ফলে তাঁকে কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়নি। এরপর মুম্বই থেকে তিনি যখন লখনউতে হাজির হন, সেই সময় অর্ন্তদেশীয় বিমানবন্দরে তাঁর শারীরিক পরীক্ষা সেভাবে হয়নি। পাশাপাশি তিনি অসুস্থতাও বোধ করেননি
কণিকা আরও জানান, লখনউতে আসার পর পরিবারের মানুষের সঙ্গে দেখা করেন ঠিকই কিন্তু কোনও পার্টির আয়োজন তিনি করেননি। অনেকদিন পর বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার পর তাঁরাই কণিকাকে আমন্ত্রণ জানাতে শুরু করেন
১৭, ১৮ মার্চের পর যখন তিনি অসুস্থতাবোধ করেন, সঙ্গে সঙ্গে তাঁকে পরীক্ষা করানোর নির্দেশ দেওয়া হয়। ফলে সঙ্গে সঙ্গে তিনি করোনা পরীক্ষা করান। ১৯ মার্চ তিনি কোভিড ১৯-এর পরীক্ষার ফল জানতে পারেন। ২০ মার্চ তিনি ভর্তি হন হাসপাতালে। তাঁকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গুজব বা গুঞ্জন ছড়িয়েছে কিন্তু তার কোনটাই ঠিক নয় বলে দাবি করেন কণিকা কাপুর। এসবের পাশাপাশি চিকিতসক এবং নার্সদের ধন্যবাদও জানান বলিউডের বেবি ডল গায়িকা