টেস্ট অভিষেকের ৬ বছর পর প্রথম ওয়ানডে খেলেছিলেন! সেই `রনজির রাজা` অবসর নিলেন
টেস্টে অভিষেকের ছয় বছর পর খেলেছিলেন প্রথম ওয়ান ডে। কিন্তু হাল ছাড়েননি। জাতীয় দল থেকে বাদ পড়ার পর দাঁতে দাঁত চেপে লড়াই করেছেন ঘরোয়া ক্রিকেটে। সেই ওয়াসিম জাফর এবার অবসর নিলেন।
২০০০ সালে দক্ষিণ আফ্রিকায় টেস্ট অভিষেক হয়েছিল জাফরের। টেস্টে তিনি খেলেছেন ২০০৮ সাল পর্যন্ত। ভারতীয় দলের জার্সিতে ৩১টি টেস্ট খেলেছেন জাফর।
দেশের হয়ে মাত্র দুটি ওয়ান ডে ম্যাচ খেলেছেন জাফর। তবে ঘরোয়া ক্রিকেটে তিনিই রাজা।
প্রথম শ্রেণির ক্রিকেটে ৯১টি সেঞ্চুরি ও ৫৭টি হাফ সেঞ্চুরির দৌলতে ১৯ হাজার ৪১০ রান করেছেন জাফর। যার মধ্যে ১২ হাজার রান রনজি ট্রফিতে।
বাংলাদেশের ক্রিকেটারদের পরামর্শদাতা হিসাবে কাজ করেছেন জাফর। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেছিলেন সৌম্য সরকার। তার পর তিনি জানান, জাফরের পরামর্শ তাঁর কাজে লেগেছে।