হাতে লাগল মেহন্দির রং, বিয়ের আগে খুশিতে উচ্ছ্বল দেবলীনা কুমার
৯ ডিসেম্বর বিয়ে। তার আগে শুরু হয়ে গেল দেবলীনা কুমার এবং গৌরব চট্টোপাধ্যায়ের বিয়ের আগের অনুষ্ঠান
হাতে মেহন্দি পরে সাজতে দেখা গেল দেবলীনা কুমারকে। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই ছবি শেয়ার করেন দেবলীনা
যেখানে মেহন্দির রংয়ে সেজে বিভিন্ন পোজে ছবি শেয়ার করতে দেখা যায় দেবলীনাকে
২৫ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসবেন গৌরব-দেবলীনা। প্রথমে এমনই স্থির হয় কিন্তু পরে করোনার জেরে সেই পরিকল্পনা বাতিল করা হয়
কোভিডের জেরে ২৫ ডিসেম্বর বিয়ের পরিকল্পনা বাতিল করে ৯ ডিসেম্বর পরিবার এবং ঘনিষ্ঠদের নিয়েই গৌরব-দেবলীনার বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে বলে খবর