দশমীতে সিঁদূরেরাঙা অভিনেত্রী তিয়াসা, দেখুন সেই ছবি
পুজোর শেষে ছবি শেয়ার করলেন অভিনেত্রী তিয়াশা রায়। দশমীতে সুবান রায়ের সঙ্গে দেখা যায় তিয়াশাকে
দশমীতে বরণের পর সুবান-তিয়াশাকে একসঙ্গে দেখা যায়
পুজোর কয়েকদিন শ্যুটিং বন্ধ । ফলে পরিবারের সঙ্গে যে তিয়াশার সময় যে বেশ ভাল কেটে যায়, তা ছবি থেকেই বেশ স্পষ্ট
দশমীতে সুবানের সঙ্গে হাসি মুখে পোজ দিতে দেখা যায় তিয়াশাকে
কৃষ্ণকলির শ্যামা যে বাড়িতে একেবারে ঘরের বউ, তা দশমীর ছবি থেকে ফের প্রকাশ্যে উঠে আসে