জানুয়ারিতেই আসবে সন্তান, তার আগে বেবি বাম্প নিয়ে বেরিয়ে পড়লেন Anushka Sharma
বেবি বাম্প নিয়ে ফে প্রকাশ্য়ে এলেন অনুষ্কা শর্মা। এবার সাদা রঙের গাউন পরে মুখ ঢেকে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গেল অনুষ্কাকে। বলিউড অভিনেত্রীর ওই ছবি প্রাকশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায় (ছবি পিঙ্কভিলা, ভাইরাল ভয়ানির ইনস্টাগ্রাম থেকে নেওয়া)
সাদা গাউন পরে বেবি বাম্প নিয়ে গাড়ি থেকে নামতে দেখা যায় বিরাট-ঘরণীকে। অনুষ্কাকে দেখা মাত্রই ক্যামেরার ফ্ল্য়াশ পড়তে শুরু করে। যদিও ক্যামেরা দেখে কোনও মন্তব্য় করেননি অনুষ্কা
সম্প্রতি বিরুষ্কা জানান, জানুয়ারিতে আসবে তাঁদের সন্তান। জানুয়ারির আগে আপাতত শেষ পর্যায়ের কাজ সেরে নিচ্ছেন এই পাওয়ার কাপল
অন্তঃসত্ত্বা হওয়ার পর অনুষ্কাকে যোগা করতে সাহায্য করেন বিরাট কোহলি। বিরুষ্কার সেই ছবি প্রাকশ্যে আসতেই হু হু করে তা অন্তর্জালে ছড়িয়ে পড়ে
আইপিএল-এর সময় অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে দুবাইতে যান বিরাট কোহলি। খেলার সময় গ্যালারিতে বসেই বিরাটকে উৎসাহ দিতে শুরু করেন অনুষ্কা