রিসেপশনে লাল বেনারসীতে সাজলেন বাঙালি অভিনেত্রী শ্বেতা বসু প্রসাদ
সম্প্রতি বিয়ে করেছেন 'মাকড়ি' অভিনেত্রী শ্বেতা বসু প্রসাদ। দীর্ঘদিনের বন্ধু রোহিত মিত্তলের সঙ্গে গাঁটছড়া বাঁধেন বাঙালি অভিনেত্রী। পরিচালক অনুরাগ কাশ্যপের হাত ধরেই নাকি রোহিতের সঙ্গে সংসার শুরু করার পদক্ষেপ নেন শ্বেতা। হায়দরাবাদে থাকলেও, সমস্ত বাঙালি রীতি মেনেই বিয়ের পিঁড়িতে বসেন শ্বেতা। আইবুড়ো ভাত থেকে শুরু করে শুভদৃষ্টি, মালাবদল সবকিছুই হয় বাঙালি রীতি মেনে। শুধু তাই নয়, বিয়ের পর দিদার দেওয়া লাল রঙের বেনারসী শাড়ি পরেই রিসেপশন পার্টিতে হাজির হন 'চন্দ্রনন্দিনী'-খ্যাত অভিনেত্রী।