Heavy Rain: উদ্দাম করোলার জলে ডুবছে জলপাইগুড়ি! জারি হলুদ সঙ্কেত, আতঙ্কিত এলাকাবাসী
শনিবার রাতে অতি ভারী বৃষ্টি হয়েছে জলপাইগুড়ি জেলা জুড়ে। তিস্তা নদীর জল বাড়ছে।
জলপাইগুড়ি পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের বেশ কিছু ঘরে করোলার জল ঢুকে গেছে। করোলা নদীর জল ঢুকে পড়েছে নেতাজি পাড়া পরেশ মিত্র কলোনি এলাকাতেও। এর জেরে রবিবার বেশ কিছু বাড়ি জলের তলায়।
করোলা নদীর পাশে বাঁধ না থাকায় এই দুর্ভোগ তাঁদের বলে অভিযোগ বাসিন্দাদের।
রবিবারও দোমহনী তিস্তা নদীর অসংরক্ষিত এলাকায় জারি রয়েছে হলুদ সংকেত। এনএসথার্টিওয়ান জলঢাকায় অসংরক্ষিত সংরক্ষিত এলাকায় জারি রয়েছে হলুদ সংকেতই।
পাহাড়ে বৃষ্টি এবং গজলডোবা ব্যারেজ থেকে জল ছাড়ায় রবিবার সকালের পর ফের জল বাড়তে শুরু করেছে তিস্তায়। শনিবার রাতের দিকে জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হলেও রবিসকালে বৃষ্টি নেই। তবে মেঘলা আকাশ।
রবিবার সেচ দপ্তরের তরফে জলপাইগুড়ি তিস্তা সেতু নদীসংলগ্ন এলাকায় জোরকদমে বাঁধ মেরামতের কাজ চলছে।