WB assembly election 2021 : মনোনয়ন জমা দিলেন BJP-র তারকা প্রার্থী Paayel Sarkar
বেহালা পূর্বে এবার তিন নারী শক্তির লড়াই। তৃণমূল কংগ্রেস প্রার্থী রত্না চট্টোপাধ্যায় (শোভন জায়া), সংযুক্ত মোর্চা মনোনীত সিপি(আই)এম প্রার্থী শমিতা হর চৌধুরী-র বিরুদ্ধে ভোটে লড়বেন বিজেপির তারকা প্রার্থী পায়েল সরকার।
সোমবার আলিপুর ট্রেজারিতে মনোনয়ন পত্র জমা দিলেন বেহালা পূর্বের বিজেপি প্রার্থী পায়েল সরকার।
এদিন বেহালার ঠাকুরপুকুর থেকে মিছিল করে মনোনয়ন জমা দিতে যান পায়েল সরকার। মিছিলের নেতৃত্বে ছিলেন কোচবিহারের সাংসদ নীতিশ প্রামাণিক।
এদিন পায়েলের মিছিল বেহালা ঠাকুরপুকুর থেকে শুরু হয়ে শীলপাড়া, শেখরবাজার, চৌরাস্তা, মুচিপাড়া, সিরিটি, ভাটিখানা হয়ে নিউ আলিপুর পৌঁছয়।
প্রসঙ্গত, বেহালা পূর্বে বিজেপি প্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষণা হওয়ার পরই নির্বাচনী প্রচারও শুরু করে দিয়েছেন পায়েল সরকার।
প্রায় প্রতিদিনই ভোটের প্রচারে বের হতে দেখা যাচ্ছে পায়েলকে।