WB Assembly Election 2021: মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনায় মহা মৃত্যুঞ্জয় যজ্ঞ
প্রচারে গিয়ে আঘাত পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আরোগ্য কামনায় মহামৃত্যুঞ্জয় যজ্ঞে বসলেন তাঁর অনুগামীরা।
আজ বৃহস্পতিবার দত্তাবাদ মহাকালী মন্দিরে যজ্ঞ হয়। স্থানীয় বাসিন্দারা সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রীর জন্য তাঁরা পুজো করবেন, মন্দিরে শিবরাত্রির উপাচারের সঙ্গেই যজ্ঞ শুরু হয়।
তাঁরা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী বাড়ি ফেরা না পর্যন্ত এই যজ্ঞ চলবে।
গতকাল নন্দীগ্রামে প্রচারে গিয়ে পায়ে গুরুতর চোট পান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রেয়াপাড়ায় একটি মন্দিরে পুজো দিয়ে বেরানোর সময় ধাক্কাধাক্কিতে পায়ে চোট লাগে তাঁর।
কীভাবে চোট লাগল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)? তৃণমূল নেত্রী দাবি করেছেন, ৪-৫ জন দরজার কাছে ধাক্কা দিয়েছিল। জেনে বুঝেই করেছে। তবে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ভিন্ন। সংবাদ সংস্থা ANI -কে দু'জন প্রত্যক্ষদর্শীই জানিয়েছেন, কেউ ধাক্কা বা ঠেলাঠেলি করেনি।
প্রত্যক্ষদর্শী চিত্তররঞ্জন দাস বলেন, 'এখানেই দাঁড়িয়েছিলাম। উনি হাতজোড় করে আসলেন। দরজা খুলে ছিলেন। গেটের সামনে বসেছিলেন। পোস্টের সামনে দরজা লাগে। সেটাই তাঁর পায়ে লেগেছে। কেউ ঠেলেওনি, মারেওনি। তারপর বেরিয়ে গেলেন। দরজার কাছে কেউ ছিল না।'