WB Assembly Election 2021: এলাকায় প্রচারে অভিনেতা, আরামবাগে Dev-র রোড শো-তে মানুষের ঢল
মঙ্গলবার আরামবাগে ভোট। তার আগে প্রচারের শেষলগ্নে আরামবাগে বড়সড় রোড শো করেন তৃণমূল সাংসদ ও অভিনেতা দেব।
আজ আরামবাগ শহরের গা ঘেঁসা রাংতাখালি গ্রাম থেকে শহরের গৌরহাটি মোড় পর্যন্ত সাত কিলোমিটার রোড শোয়ে যোগ দেন দেব।
গ্রামের সরু রাস্তাতেও ঢুকে পড়ে দেবের রোড শো।
অভিনেতাকে ঘিরে সাধারণ মানুষের, বিশেষ করে মহিলাদের উত্সাহ ছিল চোখে পড়ার মতো।
দেবকে লক্ষ্য করে ফুল ছুঁড়তেও দেখা যায় মহিলাদের। পাল্টা হাত নাড়েন দেবও। দেবের সঙ্গে এদিন ছিলেন আরামবাগ কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল ও অন্যান্য নেতারা।