WB assembly election 2021: আসানসোলে প্রচারে বেরিয়ে ব্যাট হাতে Saayoni
নিজস্ব প্রতিবেদন: নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর ছবির রিলিজ একমাস পিছিয়ে গিয়েছে। কারণ, একুশের ভোটে (WB assembly election 2021) অভিনেত্রী সায়নী ঘোষ (Saayoni Ghosh) আসানসোল দক্ষিণের তৃণমূল প্রার্থী। এলাকায় জোরকদমে এখন প্রচার চালাচ্ছেন তিনি।
বুধবার মূলত দলের কর্মী-সমর্থকদের নিয়ে বার্নপুর শিল্পাঞ্চলে প্রচার সারলেন সায়নী। বাড়ি বাড়ি ঘুরে কথা বললেন সাধারণ মানুষের সঙ্গে।
বাড়ির সামনে, রাস্তায় তৃণমূল প্রার্থীর মাথায় হাত দিয়ে আর্শীবাদ করতে দেখা গেল প্রবীণদের।
প্রচারে ফাঁকে ব্যাট হাতে মাঠে নেমে পড়লেন সায়নী (Saayoni)। বেশ কিছুক্ষণ ধরে চলল ক্রিকেট খেলা।
বার্নপুর শিল্পাঞ্চলের একেবারেই লাগোয়া দামোদর নদের তীরে রয়েছে বেশ কয়েকটি গ্রাম। প্রত্যন্ত এই গ্রামগুলিতে আধিবাসীদের বসবাস। ভোটের প্রচারে বেরিয়ে সেখানেও যান সায়নী (Saayoni)।
তখনও ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি। উত্তরবঙ্গের ফলাকাটা গণবিবাহের অনুষ্ঠানে আদিবাসীদের নাচতে দেখা গিয়েছিল তৃণমূল সুপ্রিমোকে (Mamata Banerjee)। তাঁর দলের প্রার্থীর ভোট প্রচারেও ধরা পড়ল একই ছবি।
প্রচারে বেরিয়ে আদিবাসী গ্রামে স্থানীয় বাসিন্দা ও দলের কর্মীদের সঙ্গে রাস্তা ধারে বসে চপ মুড়ি খেলেন সায়নী (Saayoni)।