নিজেদের ওয়েবসাইটের প্রার্থীতালিকাকে ভুয়ো বলে দিল রাজ্যের স্বাস্থ্য নিয়োগ বোর্ড
নিজস্ব প্রতিবেদন: ওয়েবসাইটে আপলোড হয়ে গিয়েছে তালিকা। জি ২৪ ঘণ্টা ডিজিটালে খবর প্রকাশের পর হইচই শুরু হতে গুজব দাবি করল পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়োগ বোর্ড।
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়োগ বোর্ড ফেসিলিটি ম্যানেজারের চাকরিতে সম্ভাব্য প্রার্থী বাছাই নিয়ে বিস্তর গরমিলের অভিযোগ উঠেছে। সংস্থার ওয়েবসাইটে দেওয়া তালিকায় চোখ বোলালেই বেরিয়ে আসছে ভুরি ভুরি ভুল। এমনকি রয়েছে অভিনেত্রী সানি লিওনির নামও।
তালিকায় প্রথম স্থান থাকা সম্ভাব্য প্রার্থীর নাম হেলো মারডি। আর বাবার নাম হায়। উচ্চমাধ্যমিকে প্রাপ্ত নম্বর ৯৭.৮০ শতাংশ। স্নাতকস্তরে ৯৬.২২%। স্নাতকস্তরে এমন নম্বর দেখে চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড়।
দ্বিতীয় স্থানে থাকা সম্ভাব্য প্রার্থীর নাম পায়েল ঘোষ মণ্ডল। বাবার নামও একই। বাবা-মেয়ের একই নাম! প্রাপ্ত নম্বর উচ্চমাধ্যমিকে ৯৫.৬০ শতাংশ। স্নাতকস্তরে ৯৮%। চতুর্থস্থানে থাকা সম্ভাব্য পরীক্ষার্থীর নাম সুদামা। বাবার নাম কৃষ্ণ। তো সুদামা উচ্চমাধ্যমিকে পেয়েছে ৯৯.৫০ শতাংশ। আর স্নাতকস্তরে ৮৮ শতাংশ।
পদবী নেই এমন প্রার্থী আরও একজন রয়েছেন। ২১ তম স্থানে সম্ভাব্য প্রার্থীর নাম সানি। তাঁর বাবার নাম অঙ্কিত। পদবী নেই। আবার বাবা-ছেলের আলাদা পদবীও রয়েছে। অষ্টম স্থানে থাকা প্রার্থীর নাম দীপক রায়। বাবার নাম দীপক সেন। বাবা-ছেলের নাম এক, কিন্তু পদবী আলাদা। মহিলা হলে তাও বোঝা যেত বিয়ের পর পদবী পরিবর্তন হয়েছে।
এসটি প্রার্থীদের সম্ভাব্য তালিকায় তো নাম উঠে গিয়েছে সানি লিওনির। তাঁর বাবার নাম দিলীপ সানি।
ফেসিলিটি ম্যানেজার পদে চাকরির জন্য আবেদন চেয়ে পাঠিয়েছিল পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়োগ বোর্ড। শূন্য পদের সংখ্যা ৮১৯। অসংরক্ষিত পদের সংখ্যা ৪২৪। অস্থায়ী ভিত্তিতে এখন নেওয়া হলেও ভবিষ্যতে স্থায়ী করা হবে। কোনও পরীক্ষার ব্যবস্থা ছিল না। উচ্চমাধ্যমিক ও স্নাতকস্তরে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তি দিয়েছিল বোর্ড। আর নিয়োগ তালিকাতেই পাওয়া গিয়েছে মস্ত ভুল।
জি ২৪ ঘণ্টা ডিজিটালে খবর প্রকাশের পর হইচইয়ের পর পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়োগ বোর্ড নিজেদের ওয়েবসাইটের তালিকাকেই অস্বীকার করেছে। তারা জানিয়েছে, 'ফেসলিটি ম্যানেজার পদের রেজাল্ট প্রকাশ নিয়ে গুজব ছড়ানো হয়েছে। এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। ভুয়ো খবর এড়িয়ে চলুন। পরবর্তী পদক্ষেপের জন্য ওয়েবসাইট অনুসরণ করুন।' কিন্তু ওয়েবসাইটেই তো তালিকায় এমন গরমিল মিলেছে। তাহলে নিজেদের তালিকাকেই 'ভুয়ো' আখ্যা দিল বোর্ড?