BSF on Bangladesh: বাংলাদেশ আসুক, আমরা দেখে নেব...: BSF!

Mon, 09 Dec 2024-4:23 pm,

প্রদ্যুত্‍ দাস: বাংলাদেশ থেকে যে কোনও ধরনের আক্রমন রুখতে প্রস্তুত আমরা, জলপাইগুড়িতে বিএসএফ-এর অস্ত্রপ্রদর্শনী অনুষ্ঠানে হুংকার বিএসএফ আধিকারিকের। 

বর্ডার সিকিউরিটি ফোর্সের হীরক জয়ন্তী প্রতিষ্ঠা‌ দিবস উদযাপন উপলক্ষে জলপাইগুড়িতে অস্ত্র প্রদর্শনী-সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করল বিএসএফ কর্তৃপক্ষ।

বিএসএফের জলপাইগুড়ি সেক্টরের উদ্যোগে এই অনুষ্ঠান করা হচ্ছে জলপাইগুড়ি শহরের এবিপিসি‌ ময়দানে। বর্ডার সিকিউরিটি ফোর্সের জলপাইগুড়ি হেড কোয়ার্টারের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ব্রিগেডিয়ার রাজীব গৌতমের তত্ত্বাবধানে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন জলপাইগুড়ি সেক্টরের অধীনে থাকা বিএসএফের সমস্ত ব্যাটালিয়নের জ‌ওয়ানরা‌। সীমান্ত সুরক্ষার জন্য মোতায়েন থাকা বিভিন্ন রকম অস্ত্রের পাশাপাশি প্রশিক্ষিত কুকুরের প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। 

বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষকে বিএসএফ সম্পর্কে সচেতন করার জন্য বিএসএফের পক্ষ থেকে একটি তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বিএসএফ সৈন্যরা দেশের সবচেয়ে দুর্গম এলাকায় কিভাবে সীমান্ত রক্ষা করছে তথ্যচিত্রের মাধ্যমে তা‌ তুলে ধরা হয়। 

 

অস্ত্র প্রদর্শনীর মাধ্যমে বিএসএফ কর্মকর্তারা স্কুল, কলেজের ছাত্রছাত্রীদের বিএসএফে নিয়োগের বিভিন্ন প্রক্রিয়া ব্যাখ্যা করেন। এমন সুন্দর একটি প্রদর্শনী দেখতে পেয়ে রীতিমতো অভিভূত জলপাইগুড়ি শহরের মানুষ। বিএসএফের বীরত্বের প্রশংসা করেন সবাই।

এদিনের এই অনুষ্ঠানে আকর্ষণীয় বিষয় ছিল, সীমান্তে শত্রু পক্ষের সঙ্গে মোকাবেলা করার ক্ষেত্রে বিএসএফের ব্যবহৃত অস্ত্র প্রদর্শনী-সহ সীমান্তে অপরাধমূলক কাজ রুখতে বিএসএফের সব থেকে বিশ্বস্ত বন্ধু ডগ স্কোয়াড।

অনুষ্ঠান চলাকালীন বাংলাদেশের বর্তমান অস্থিরতা প্রসঙ্গে বিএসএফ আধিকারিক টি পি সরেন, স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, 'বাংলাদেশ থেকে যে কোনও ধরনের আক্রমণের কড়া জবাব দিতে প্রস্তুত রয়েছি আমরা।'

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link