নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের গেরোয় ভরা বসন্তেও ভিজছে বাংলা, বৃষ্টিতে কি মাটি হবে দোল?

Sun, 08 Mar 2020-10:40 am,

নিজস্ব প্রতিবেদন: উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা। সঙ্গে অসমের ওপর অবস্থিত ঘূর্ণাবর্ত। দুয়ের গেরোয় ভরা বসন্তেও ভিজছে বাংলা। দোলের আগের দিনও বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গে।  

রাতের পর সকালেও পশলায় বর্ষণ কলকাতা-সহ জেলায় জেলায়। কাল পরিস্থিতির উন্নতির পূর্বাভাস হাওয়া অফিসের।

আগামিকাল রবিবার থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে। সোমবার, মঙ্গলবার দোল, হোলিতে আবহাওয়া পরিস্কার থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। 

মঙ্গলবার রাতের দিকে পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকেই পূবালী হাওয়ার দাপট কমবে। উত্তর-পশ্চিম হাওয়া সক্রিয় হবে। সকাল রাতের দিকে হালকা ঠান্ডা ভাব ফিরতে পারে।

নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার ঢুকছে ১০ই মার্চ মঙ্গলবার রাতে জম্মু-কাশ্মীরে। এর প্রভাবে আবারও উত্তর-পশ্চিম ভারতের আবহাওয়া পরিবর্তন হবে।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link