Weather Today: অব্যাহত শীতের ইনিংস, আরও নামবে পারদ

Wed, 15 Dec 2021-10:02 am,

এই বছর রাজ্যে শীত দীর্ঘস্থায়ী ইনিংস খেলবে এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। সর্বোচ্চ তাপমাত্রা সামান্য বেড়ে ২৫.৮ থেকে ২৬.১ হলেও সর্বনিম্ন তাপমাত্রা একই রইল শহর কলকাতায়। 

 আজও কোলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। 

আরও ৪৮ ঘণ্টা মোটামুটি এই তাপমাত্রা থাকার পর শনিবার থেকে আরও পারদ পতনের সম্ভাবনা।

উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা, দার্জিলিঙে ৫.৩ ডিগ্রি। এছাড়াও বালুরঘাটে ১৩ ডিগ্রি, কোচবিহারে ১০.৪ ডিগ্রি, জলপাইগুড়িতে ১১.৫ ডিগ্রি, কালিম্পং-এ ১০ ডিগ্রি, মালদায় ১৫.৪ ডিগ্রি এবং শিলিগুড়িতে ১০.২ ডিগ্রি। 

দক্ষিনবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা বীরভূমে এছাড়াও, বারাকপুরে ১২.৮ ডিগ্রি, বহরমপুরে ১৪.৬ ডিগ্রি, বর্ধমানে ১৫ ডিগ্রি,  ক্যানিং-এ ১৩.৬ ডিগ্রি, কাঁথিতে ১৩ ডিগ্রি, ডায়মন্ডহারবারে ১৪.৮ ডিগ্রি, দীঘাতে ১৪.৫ ডিগ্রি, দমদমে ১৫.৩ ডিগ্রি, হলদিয়ায় ১৫.২ ডিগ্রি, কলাইকুন্ডায় ১৩.৮ ডিগ্রি, কলকাতায় ১৪.২ ডিগ্রি,  কৃষ্ণনগরে ১৩.৪ ডিগ্রি, মেদিনীপুরে ১৩.৫ ডিগ্রি, পানাগড়ে ১২.৩ ডিগ্রি, পুরুলিয়ায় ১১.৭ ডিগ্রি, সল্টলেক ১৪.৮ ডিগ্রি এবং শ্রীনিকেতনে ১১.৮ ডিগ্রি। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link