সন্ধে নামতেই উঠল ঝড়, রবিবারের কালবৈশাখিতে তছনছ হল একাধিক জেলা

Sun, 31 Mar 2019-6:53 pm,

সক্রিয় বৃষ্টিবলয়ের জেরে দক্ষিণবঙ্গে ফের হানা দিল কালবৈশাখি। রবিবার বিকেলে ঝড়বৃষ্টিতে ভোটের প্রচার পণ্ড হয়েছে একাধিক জেলায়। প্রবল ঝড়বৃষ্টিতে ২ জেলায় সন্ধের আগেই সন্ধে নামে।

দিনকয়েক ধরেই পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের ওপর সক্রিয় রয়েছে একটি বৃষ্টিবলয়। যার জেরে তৈরি হচ্ছে বজ্রগর্ভ মেঘ। তা থেকে হচ্ছে তুমুল বৃষ্টি। 

রবিবারও তার ব্যতিক্রম হয়নি। এদিন সব থেকে বেশি ঝড়বৃষ্টি হয়েছে মুর্শিদাবাদ ও সংলগ্ন নদিয়া জেলায়। 

বিকেল থেকেই মুর্শিদাবাদ ও নদিয়া জেলার বিস্তীর্ণ এলাকায় তৈরি হয় বজ্রগর্ভ মেঘ। কিছুক্ষণের মধ্যেই ওঠে ঝড়। সঙ্গে তুমুল বজ্রপাত। শুরু হয় বৃষ্টিও। 

শেষ খবর পাওয়া পর্যন্ত মুর্শিদাবাদে বৃষ্টি থামলেও নদিয়ার কৃষ্ণগঞ্জ-সহ বিস্তীর্ণ এলাকায় ঝড়বৃষ্টি চলছে। 

 

এদিন বজ্রগর্ভ মেঘ সঞ্চারের ফলে কালবৈশাখি আঘাত হেনেছে বীরভূম ও বাঁকুড়ার একাংশে। বীরভূমের দুবরাজপুর ও বোলপুরে বেশ কিছুক্ষণ ঝড়বৃষ্টি হয়। বৃষ্টি হয়েছে বাঁকুড়া শহর ও বিষ্ণুপুরেও। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link