বাড়ি ফিরুন তাড়াতাড়ি, কিছুক্ষণের মধ্যেই উঠবে ঝড়, আকাশ কালো করে নামবে তুমুল বৃষ্টি
সূয্যিমামা যত মধ্যগগনে চড়ছেন ততই বঙ্গজুড়ে বাড়ছে ঝড়বৃষ্টির ভ্রুকুটি। শুক্রবারও বেলা বাড়তেই রাজ্যের একাধিক জেলায় শুরু হয়েছে ঝড়বৃষ্টির তাণ্ডব। পূর্বাভাস এদিন ঝড়বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলায়।
শুক্রবার দুপুরে ঝড়বৃষ্টি শুরু হয় পুরুলিয়া ও বাঁকুড়ার একাংশে। এখনো পর্যন্ত কালবৈশাখী বয়ে গিয়েছে পুরুলিয়া জেলার পুরুলিয়া, আদ্রা শহরের ওপর দিয়ে। কালবৈশাখির জেরে অল্প বৃষ্টি হয়েছে আসানসোলেও।
পূর্বাভাস অনুসারে কিছুক্ষণের মধ্যে ঝড়বৃষ্টি শুরু হতে চলেছে দুর্গাপুর ও বর্ধমানে। ঝড় বৃষ্টি হতে পারে বাঁকুড়া শহরেও। কালবৈশাখি তাণ্ডব চালাতে পারে বীরভূমের দুবরাজপুর, ইলামবাদার, রামপুরহাট, সিউড়ি ও বোলপুরে।
সন্ধের পর বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, হুগলি ও হাওড়া জেলার একাংশে। কালবৈশাখি বয়ে যেতে পারে মুর্শিদাবাদের কান্দি, বহরমপুরের ওপর দিয়ে।
রাতে ঝড়বৃষ্টি হতে পারে নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতার একাংশে।
ঝড়বৃষ্টির সঙ্গে কিছু এলাকায় প্রবল বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। ফলে ঝড়বৃষ্টির সময় নিরাপদ আশ্রয়ে থাকতে পরামর্শ দেওয়া হয়েছে সাধারণ মানুষকে।