Weather Today: সামান্য কমল তাপমাত্রা, সম্ভাবনা নেই বৃষ্টির
আগামী কয়েকদিনে বৃষ্টির সম্ভাবনা নেই। সামান্য কমল দিনের তাপমাত্রা। আগামি ৭২ ঘণ্টা সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা মোটের ওপর স্থিতিশীল থাকবে। উত্তর-পশ্চিম ভারতের তুষারপাত হতে পারে। অন্যদিকে দক্ষিণ ভারতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতায় পরিষ্কার আকাশ দেখা যাবে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২০.২ ডিগ্রি থেকে সামান্য বেড়ে ২০.৬ ডিগ্রি হয়েছে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.১ ডিগ্রি থেকে কিছুটা কমে ৩১.৬ ডিগ্রি। স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রী তাপমাত্রা কম। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ অনেকটা কমে ৮৯ শতাংশ হয়েছে।
বাকি কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। মেঘমুক্ত পরিষ্কার আকাশ দেখা যাবে দক্ষিণবঙ্গে। আগামী কয়েকদিন স্থিতিশীল থাকবে তাপমাত্রা।
আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং-এর পার্বত্য এলাকায় আজ খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও কাল থেকে পাহাড়েও বৃষ্টির সম্ভাবনা নেই আগামী তিন-চার দিন।
জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, সংলগ্ন উত্তর-পশ্চিম ভারতে আগামী ২৪ ঘণ্টায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের প্রভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে। ভারী বৃষ্টি হবে তামিলনাডু, অন্ধ্রপ্রদেশ, পন্ডিচেরি সহ সংলগ্ন এলাকায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে কিছু এলাকায়।