আরও একটি নিম্নচাপ, কবে পর্যন্ত এক নাগাড়ে বৃষ্টি চলবে জানিয়ে দিল আবহাওয়া দফতর
তৈরি হয়েছে আরও একটি নিম্নচাপ। ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। জানাল আলিপুর আবহাওয়া দফতর ।
রবিবার থেকে পাঁচ দিন একটানা বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি সবথেকে বেশি হবে ২৬ তারিখ অর্থাৎ বুধবার এবং ২৭ তারিখ বৃহস্পতিবার।
বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থান। এর ফলে এই বৃষ্টি।
আবহাওয়াবিদরা বলছেন অগাস্টের মধ্যেই এতদিন বৃষ্টির যা ঘাটতি ছিল পূরণ করে দেবে বর্ষা। সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে না অর্থাৎ গরম তেমন অনুভূত হবে না সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির আশে পাশে থাকবে।