শীতের সুখে বাধা, বাড়বে তাপমাত্রা, ঘনাচ্ছে নিম্মচাপ
উত্তুরে হাওয়াকে কোণঠাসা করতে প্রস্তুত মেঘলা আকাশ। পারদ কমতে শুরু করেছিল ঠিকই কিন্তু নিম্নচাপ সেই সুখে বাধা হয়ে দাঁড়াল।
সম্ভাবনা রয়েছে হালকা বৃষ্টির। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাড়ে ১৮ ডিগ্রি সেলসিয়াস। রবিবার, তাপমাত্রা ছিল ১৮.৩ ডিগ্রি।
কিন্তু আগামী ৪৮ ঘণ্টায় পারদ কিছুটা বাড়বে। মেঘলা আকাশের ফলে কিছুটা অস্বস্তি বাড়তে পারে।
বর্তমানে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বেশ ভালো রকম শীত অনুভূত হচ্ছে। রীতিমত গরম পোশাক পরা শুরু করেছেন জেলার বাসিন্দারা।
পুরুলিয়ায় পারদ নেমে গিয়েছে ১৫ ডিগ্রিতে। পশ্চিম বর্ধমানের পানাগড়ে এ দিন সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি ।
উপকূলের দিঘায় সোমবার তাপমাত্রা রয়েছে ১৬.৯ ডিগ্রি। তুলনায় কিছুটা বেশি তাপমাত্রা উত্তরবঙ্গে। এ দিন জলপাইগুড়িতে তাপমাত্রা ১৫ ডিগ্রি এবং কোচবিহারে ১৪.১ ডিগ্রি।
কিন্তু, পাহাড়ে শীত এসে পড়েছে। ইতিমধ্যে উত্তর সিকিম ঢেকে গিয়েছে বরফের চাদরে।
এরপরে, উত্তরবঙ্গে শীতের দাপট ধীরে ধীরে বাড়লেও দক্ষিণবঙ্গে তা কমবে। কারণ বঙ্গোপসাগরের দিক থেকে আসা একটি দুর্বল নিম্নচাপ শীতের সুখে বাধা হয়ে দাঁড়াবে।