হালকা শীতের পোশাক নামিয়ে নিন, চলতি সপ্তাহ থেকেই ঠাণ্ডার আমেজ
কার্তিক মাঝে হেমন্তের মতো আবহাওয়া। রোদের তেজ আছে। তবে ভীষণ তীব্র নয়। ঘাম হচ্ছে না। মৃদুমন্দ বাতাস বইছে। এমন আবহাওয়া তো মন ভাল করে দেয়! তার উপর যদি হাওয়া অফিস এমন খবর দেয়! সোনায় সোহাগা।
শীতের হালকা পোশাক নামিয়ে নিতে পারেন। চলতি সপ্তাহেই ঠাণ্ডার আমেজ পেতে পারেন। দুর্গাপুজো বৃষ্টির মধ্যেই কেটেছে এই বছর। কালীপুজোর আগেও নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হয়েছে টানা। কিন্তু তার পর থেকে আর বৃষ্টি হয়নি। হাওয়া দফতর জানিয়েছে এখন আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। আকাশে এখন টুকরো টুকরো মেঘ দেখা যাচ্ছে। তারই ফাঁক থেকে উঁকি দিচ্ছে রোদ। রাতের দিকে হালকা শীত শীত ভাব থাকছে। এমন আবহাওয়া কি দীর্ঘস্থায়ী হবে?
রবিবার ছটপুজো। আবহাওয়া দফতর জানিয়েছে রবিবার থেকেই রাজ্যে শীতের আমেজ অনুভব করা যাবে। রবিবার তাপমাত্রা নামতে পারে দুই বা তিন ডিগ্রি।
বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মেদিনীপুরের কিছু অংশে রবিবার থেকে তাপমাত্রার পারদ নামতে শুরু করবে।
গত বছর শীত স্থায়ী হয়নি। এবছর কি শীত জাঁকিয়ে পড়বে? কবে নাগাদ পড়বে শীত? এই ব্যাপারে এখনও কিছু জানায়নি আলিপুর আবহাওয়া দফতর।