বইবে দমকা হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ শিলা বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের
নিজস্ব প্রতিবেদন: তাপামাত্রার খুব নড়চড় হবে না। তবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ১৪-১৫ এপ্রিল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
ঝোড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে । সোমবার একাধিক জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ছে হাওয়া অফিস।
বুধবার থেকে রাজ্যে বৃষ্টি। চৈত্র সংক্রান্তি ও পয়লা বৈশাখে ঝড় বৃষ্টির জেরে এরপর প্যাচপ্যাচে গরম অনুভুত হবে বাংলায়।
উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বীরভূম, মবর্শিদাবাদ, নদিয়া ও দুই বর্ধমানে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ঝড় বৃষ্টি হতে পারে।
এই কয়েকদিন আংশিক মেঘলা আকাশ থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি উপরে। সর্বোচ্চ তাপমাত্র ৩৬ ডিগ্রি।